পটুয়াখালী:জেলার গলাচিপায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,কেক কাটা অনুষ্ঠান ও র‍্যালির আয়োজন করেছে।

মঙ্গলবার সকাল ৭টা ১ মিনিটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।বেলা ১১টায় পৌরমঞ্চে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু.শাহ আলম ও পৌর মেয়র আহসানুল হক তুহিন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ফকরুল ইসলাম মুকুল,মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী মাসুদ জুয়েল,প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ 
তালুকদার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সমির কৃষ্ণ পাল,দপ্তর সম্পাদক সমির দেবনাথ,সহ-দপ্তর সম্পাদক মোঃশাহিন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদ হাসান ডিউক,সভাপতি ইসরাত হোসেন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান মেহেরান, সাধারণ সম্পাদক মো.বাপ্পি হাওলাদার, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রনি খান,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের 
নেতাকর্মী এবং উপজেলা,পৌর,কলেজ শাখা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা শেষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান করা হয়। পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়।

 

সুব্রত কুমার শীল

গলাচিপা উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ দর্পণ