ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাংবাদিক খন্দকার রেজাউল করিম (রেজার) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৯৮সালের ১৬ই জুলাই মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাংবাদিক খন্দকার রেজাউল করিম রেজাকে।
খন্দকার রেজাউল করিম রেজা রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করতেন ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাংবাদিক খন্দকার রেজাউল করিম রেজার, মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন-কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সাধারণ সম্পাদক সাবজাল হোসেন এবং নবগঠিত কালীগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম (জয়) ও সাধারণ সম্পাদক উত্তম কুমারসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ। সকলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এক শোক বিবৃতিতে মরহুমের খন্দকার রেজাউল করিম রেজার আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ