চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের সুস্থতা কামনায় সমবেত প্রার্থনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রবান্ধব ছাত্রলীগের সভাপতি জনাব রেজাউল হক রুবেল, যিনি করোনা মহামারির শুরু থেকে অগণিত অস্বচ্ছল শিক্ষার্থীর আর্থিক ও মানবিক সাহায্য সহযোগিতা করে আসছেন। ক্যাম্পাসের আশেপাশের হতদরিদ্র মানুষদের জন্যও তিনি খাদ্য ও অর্থ দিয়ে তিনি সাহায্য করেছেন। তিনি এখন অসুস্থ।
এই নিবেদিতপ্রাণ মানুষটির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র সনাতনী ছাত্ররা কেন্দ্রীয় মন্দিরে প্রিয় নেতার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।
এসময় বৈশ্বিক করোনা মহামারিসহ সকল রোগমুক্তির জন্য কামনা করা হয়, এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তুষার, জয়দেব, গুনেন, সবুজসহ আরো অনেকে।
চবি প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ