বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা
০৪ অক্টোবর ২০২৪, সময়- ০৯:৪৯
নিজস্ব প্রতিবেদক: শ্রী প্রান্ত কুমার বিশ্বাসকে সভাপতি ও শ্রী দিবস কুমার পালকে সাধারণ সম্পাদক মনোনিত করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা ঝিনাইদহের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (০৩-১০-২০২৪) তারিখে শুভ মহালয়া দেবিপক্ষের সূচনা লগ্নের শুভ তিথিতে ‘বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির (আহ্বায়ক) শ্রী বিনয় কুমার ও (সদস্য সচিব) শ্রী সৌরভ রায় চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
১১ সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটিতে যারা দ্বায়িত্ব পালন করবেন (সভাপতি) শ্রী প্রান্ত কুমার বিশ্বাস ও (সাধারণ সম্পাদ) শ্রী দিবস কুমার পাল। কমিটিতে অন্য সদস্যরা হলেন, ( সিনিয়র সহ-সভাপতি) শ্রী আকাশ কুমার দাস, (সহ-সভাপতি) শ্রীমতি মিতা রানী দাস, (সহ-সভাপতি) শ্রী দূর্জয় অধিকারী,(যুগ্ন-সাধারণ সম্পাদক) সুদীপ্ত কুমার সরকার, (সাংগঠনিক সম্পাদক) শ্রী মিতুল কুমার মালাকার,(সহ সাংগঠনিক)শ্রী আকাশ কুমার দাস,(অর্থ সম্পাদক) শ্রীমতি শ্রেষ্ঠা রানী বিশ্বাস,(দপ্তর সম্পাদক)শ্রী অঞ্জন জীবন কর্মকার, (প্রচার সম্পাদক) শ্রী বাঁধন কুমার পাল,
নব-গঠিত কমিটির সভাপতি,সম্পাদক ও সকল সদস্যগণ অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সম অধিকার, সম মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে সার্বজনীন শিক্ষা চাই, ধর্মীয় বৈষম্যের অবসান চাই। আন্দোলনকে আরো গতিশীল এবং আগামী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আমাদের প্রাণের সংগঠনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানবতাবাদী ও শুদ্ধবুদ্ধিসম্পন্ন সবাই সহযাত্রী হবে বলে আশা করছি।