চাঁদপুর: সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জনমানুষের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষেরা আবারও উপার্জন ঝুঁকিতে পড়েছে।

গতবছর করোনার প্রথম ঢেউয়ের শুরু থেকে রামকৃষ্ণ মিশন ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় দেশের করোনা ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ত্রাণসহ বিভিন্ন সেবাকাজ করে আসছে।

তারই ধারাবাহিকতায় আজ শনিবার (১০ জুলাই) রামকৃষ্ণ মিশন চাঁদপুর অটোচালক ও সিএনজি চালকদের মাঝে সর্বাত্মক সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ করেছে।

চাঁদপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সুবলানন্দজী মহারাজ বলেন, ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবন ইত্যাদি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এই সেবাকাজ আগামী কয়েকদিন ধরেই চালু থাকবে বলে জানান তিনি।

মিশনের এই সেবাকাজ চালিয়ে নেওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ