হবিগঞ্জ: করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে আজমিরীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় ৪ টি ওয়ার্ডের ৮০ জন দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাহুবল উপজেলায় ২০০০টি পরিবারের মধ্যে ১০কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯টি ওয়ার্ডের ২৯২৬ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
নবীগঞ্জ এর মন্দারকান্দি আশ্রয়ণ (ভূমিহীন ও গৃহহীন) প্রকল্পে মত ১০ জন ব্যক্তিকে মোট ১০০কেজি চাল, ১০কেজি ডাল, ৩০কেজি আলু, ১০ লিটার তেল, ১০ কেজি লবণ, ১০টি এন্টিসেপটিক সাবান প্রদান করা হয়।
লাখাই উপজেলায় ১৩৪৪টি পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ করা হয়।
প্রতিনিধি, হবিগঞ্জ, বাংলাদেশ দর্পণ