যশোরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্বজন সমাবেশ যশোর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই পাঠকের মন জয় করেছে। যুগান্তর মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। আগামিতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যুগান্তরের অভিযাত্রা অবিচল থাকুক।
স্বজন সমাবেশ জেলা শাখার সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর বাবু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব,
সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনীর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মনজু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। সঞ্চালনা করেন স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা জানান যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা কমিটির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, তীর্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ অর্ণব, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম প্রমুখ।