পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মতিথি উপলক্ষ্যে যশোরে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদ শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করে। পূজা শেষে ক্যাম্পাস থেকে বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে শ্রীকৃষ্ণ পূজার উদ্বোধন করেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ভারতী রানী হালদার, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অমলেন্দু বিশ্বাস, গণিত বিভাগের সহকারি অধ্যাপক প্রদীপ অধিকারী, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বিদ্যুৎ কুমার কুন্ডু, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক মহাদেব কুমার দাস, যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু ও সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক দীপ্তি মিত্র।
আরও উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ বৃহত্তর যশোর জেলার আহ্বায়ক বিদ্যুৎ দে, যশোর জেলা প্রধান সমন্বয়ক বিশ্বজিৎ মজুমদার, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সভাপতি সত্যজিৎ মজুমদার, সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল প্রামাণিক, তনুশ্রী সিংহ, কোষাধক্ষ্য নীপা ধর, তাপস সরকার, শুভ মন্ডল, দীপ্ত সিংহ, অনন্যা বিশ্বাস, কাজল মন্ডল, ইমন সরকার, অর্পিতা মুন্সি, রাজু বিশ্বাস প্রমুখ।