নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ করতে যাচ্ছে ভারত সরকার। পুরনো পার্লামেন্ট ভবন ত্যাগ করে এর নিকটেই নির্মিত হবে অনিন্দ্যসুন্দর নতুন পার্লামেন্ট ভবন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিলামে এই ভবন নির্মাণ করার দায়িত্ব লাভ করেছে টাটা প্রজেক্টস লিমিটেড। 

টাইমস অব ইন্ডিয়া জানায়, নতুন পার্লামেন্ট ভবন নির্মাণের বাজেট ধরা হয়েছে ৮৬১ কোটি ৯০ লাখ রুপি। কাজ শুরুর ২১ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। তবে কবে সে কাজ শুরু হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি।

নতুন পার্লামেন্ট ভবন হবে ত্রিকোণাকৃতির। এর সঙ্গে একটি সাধারণ কেন্দ্রীয় সচিবালয় থাকবে। এছাড়া রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিলোমিটার রাজপথ পুনর্নির্মাণ করা হবে।

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশদর্পণ.কম