বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনার ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন সীমা বেঁধে দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।
দূতাবাসের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে।
৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইতালির সব ধরনের ভিসার জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়ছে, যার জটিল মূল্যায়ন প্রক্রিয়া সামাল দিতে গিয়ে স্টাডি ভিসার জন্য সীমা নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।
দূতাবাস জানায়, সদর দপ্তরের নির্দেশনা এবং অভ্যন্তরীণ মূল্যায়নের পর এই সীমা নির্ধারণ করা হয়েছে। ভিএফএস গ্লোবাল ইতোমধ্যে ৭ জুলাই ২০২৫ তারিখে একসঙ্গে এসব অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করেছে। তবে কোনো শিক্ষার্থী যদি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্কলারশিপের নিশ্চয়তা পান, সে ক্ষেত্রে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টের সুযোগ থাকতে পারে।
বিশেষ প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ