যশোর : দেশে দিনে দিনে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বাড়ছে সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। কিন্তু তারপরও মানুষ করোনা ভাইরাসকে তাদের বুড়ো আঙুল দেখিয়ে বাইরে বের হচ্ছে। মানছেন না কোন প্রকার সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্য সচেতনতা।

আজ ৭ ই জুন রোজ রবিবার যশোর শহরে ঠিক একই চিত্র দেখা গেছে।যেন সেই আগের মত পুরোদমে চলছে সব কিছু। সাধারণ মানুষ ভুলেই গেছে করোনা ভাইরাস বলে কিছু আছে। রাস্তার পাশে চায়ের দোকানে জমে উঠেছে সেই আগের মত আড্ডা এবং লোকসমাগম। আর রাস্তাঘাট যেন লোকে লোকারন্য। রিক্সাতে,ইজিবাইকে মানুষ পাশাপাশি বসছে। নেই কোন দূরত্ব। যার ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম। আজ দুপুর ১২ টার দিকে শহরের মাইকপট্টি এলাকায় সৃষ্টি হয় এই ট্রাফিক জ্যামের। 

এমন অবস্থার কারনে যশোরে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য মতে যশোরে ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সন্দীপ মন্ডল, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম