যশোর : যশোরে লকডাউনের কারনে বন্ধ থাকা অবস্থায় কিছু মেসে চুরির ঘটনা ঘটেছে


গত ২৬শে মার্চ থেকে সারা দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার পর বন্ধ হয়ে যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন শুরু হলে যশোরে পড়ুয়া শিক্ষার্থীরা শহর ছাড়তে শুরু করে। যার ফলে মেস সমূহ দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়। এই সুযোগে বন্ধ থাকা কিছু মেস চুরির ঘটনা ঘটেছে। 

দীর্ঘদিন পর লকডাউন শিথিল করলে কিছু মেসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। শহরের পিটিআই রোডে কিছু মেসে শিক্ষার্থীরা ফিরে লক্ষ্য করে তাদের রুমের দরজা ভাঙা ও রুমের ভিতরের আসবাবপত্র তছনছ হয়ে পড়ে আছে। তাদের ধারনা মেসে লোকজন না থাকার সুযোগে চোরচক্র এসব মেসে চুরির জন্য প্রবেশ করেছিল।

উল্লেখ্য, যশোরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, সরকারি সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পার্শ্ববর্তী জেলা সমূহের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। যাদের অধিকাংশই বিভিন্ন মেসে বসবাস করে।

যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম