শালিখা প্রতিনিধিঃ মাগুরা শালিখা উপজেলার কাতলী শাহীন প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠান দিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের,প্রধান শিক্ষক মোঃনজরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা থানা অফিসার্স ইনচার্জ মোঃ ওসি অলি মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শালিখা থানা  ওসি(তদন্ত) শ্রী মিলন কুমার ঘোষ।

শনিবার ০১ফেব্রুয়ারি সকাল টার শুরু হয়ে রবিবার বিকাল ৪টা পর্জন্ত কাতলী মাধ্যমিক  বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শালিখা উপজেলার জামায়াতে আমির অধ্যাপক আফসার আলী। বিএনপি' সাবেক সাধারণ সম্পাদকঃ মোঃগফুর  মোল্ল্যা

শতখালী ইউনিয়ন।কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকঃমোঃরোস্তম শেখ। সাবেক ইউপি সদস্য,মোঃনেছার শিকদার।

মোঃ টিটো ঢালী,মোঃসুমন মিয়া, আব্দুল্লাহ ঢালী,ডাঃফরিদ হোসেন, এবং কাতলী বাজার কমিটির সভাপতি মোঃকবির সরদার সহ প্রমুখ।এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত থেকে বিভিন্ন খেলার ইভেন্টের দায়িত্ব পালন করেন।এবং শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক মোঃশাহিনুর রহমান সকল প্রকার ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতা করেন।

সার্বিক তত্ত্বাবধানে মোঃমাহমুদুর রহমান শিক্ষক মহিলা মাদ্রাসা মাগুরা স্টেডিয়াম পাড়া,শিক্ষক কর্মচারীর ঐক্য জটের জয়েন্ট কনভেনার মাদ্রাসা শাখা মাগুরা।

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ