শালিখা (মাগুরা) প্রতিনিধি:মাগুরা শালিখা উপজেলায় আহলান সাহলান মাহে রমজান এই শ্লোগানকে সামনে রেখে আড়পাড়ায় 


আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সুদ ঘুষ বন্ধ করা, অশ্লীল ছবি বা ভিডিও প্রদর্শন পরিহার এবং সন্ত্রাসী চাঁদাবাজি অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

স্বাগত মিছিলটি  আড়পাড়া ঈদগাঁহ ময়দান থেকে শুরু করে আড়পাড়া  বাজারের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আড়পাড়া বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)বিকাল টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আমীর অধ্যাপক আফসার আলীর এর নেতৃত্বে স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, মাগুরা জেলা ইসলামিক লয়ার্স কাউন্সিলের সভাপতি অতি: পিপি এ্যাড: ফরিদ আহমেদ, শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, রাজনৈতিক সাধারণ সম্পাদক নায়েব আলী বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীলসহ শত শত কর্মী-সহযোগীবৃন্দ প্রমূখ।  

 

আড়পাড়া ইউনিয়ন আমির আব্দুল হাকিম বাচ্চুর সঞ্চালনায় মিছিল পরবর্তী এক সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক আফসার আলী বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা  আমাদের ইমানি দায়িত্ব। যদি কেউ রমজানের পবিত্রতা রক্ষা না করে তাহলে তার রোজা বা সাওম হবে না। তাই আসুন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি সন্ত্রাস চাঁদাবাজির মতো গর্হিত অপরাধ থেকে দূরে থাকি, অশ্লীল ছবি ভিডিও প্রদর্শন থেকে নিজেদেরকে বিরত রাখার পাশাপাশি দিনের বেলা খাবার গ্রহণ থেকে বিরত থাকি। 

 

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ