পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের গ্রামদ্দর্নে পল্লী বিদ্যুতের চলমান লাইনের ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন চোর গুরতর আহত হয়েছেন। বর্তমানে তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে আছেন।
২৫ জানুয়ারি(মঙ্গলবার) গতকাল রাত ৩:০০ ঘটিকায় পানপট্টির গ্রামদ্দর্নে এ ঘটনা ঘটে। আহত দু চোর কে স্থানীয় লোকজন চিনতে পেরে তাদের পরিচয় নিশ্চিত করেন।
গলাচিপার ইলিয়াস হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার(৩৮) ও শাহআলম বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস(৪০)।
এ ঘটনায় গলাচিপা জোনাল অফিসের জিএম, শাস মোঃ রাজ্জাকুর রহমান বলেন, "গলাচিপার পানপট্টির গ্রামদ্দর্নে ১০ কেভিএ ট্রান্সফরমার এর কয়েল খোলার পর অন্য একটি কয়েল খোলার সময় বিদ্যুতায়িত হয়ে নাসির বিশ্বাস(৪০) ও ইদ্রিস হাওলাদার(৩৮) দুজনেই ছিটকে পরে যায়। আমরা এই দুচোরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য গলাচিপা থানাকে অনুরোধ করছি"।
এ ঘটনায় গলাচিপা থানার ওসি বলেন," পল্লী বিদ্যুতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে"।