সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন পেলেন আবুল কালাম।


আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

আজ  শনিবার (৯ অক্টোবর)  সকাল ১১ ঘটিকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় মনোনয়ন বোর্ডের সভায় আবুল কালামের নাম ঘোষনা করা হয়।
এদিকে নৌকা প্রতিক ঘোষনা হওয়ার পর পর-ই বাঁধভাঙা উচ্ছ্বাস-উদ্দিপনায় মেতে ওঠে চলে মিষ্টি বিতরন।


আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, " দ্বিতীয় বারের মতো আমাকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আমার কর্মগুনে দরমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাই নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করে  বাকী উন্নয়ন কাজকে বেগবান করতে সহযোগিতা করবেন"।

 

সুব্রত শীল | গলাচিপা প্রতিনিধি