মাগুরার ঢাকা রোড থেকে নুতন বাজার এবং ভায়না মোড় থেকে নতুন বাজার সড়ক ব্লিচিং পাউডার মিশ্রিত জল দিয়ে প্রতিদিন পরিষ্কার করা হলেও অবহেলায় পড়ে আছে মাগুরা - শ্রীপুর রোড এর স্টেডিয়াম থেকে নতুন বাজার রোড।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরার ঢাকা রোড থেকে নুতনবাজার এবং ভায়নামোড় থেকে নুতনবাজার পর্যন্ত রোড প্রতিদিন ব্লিচিং পাউডার মিশ্রিত জল দিয়ে পরিষ্কার করা হয়। কিন্তু মাগুরা শ্রীপুর রোডের স্টেডিয়াম গেট থেকে নতুনবাজার রোড ব্লিচিং মিশ্রিত জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে না। এই রোডের দুই অবস্থিত কয়েক জন দোকানদার অভিযোগ করেছেন "স্টেডিয়াম থেকে নতুনবাজার সড়ক ব্লিচিং পাউডার মিশ্রিত জল দিয়ে না পরিষ্কার করার কারনে তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন"।
এই ব্যপারে মাগুরা পৌরসভার এক কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে বলছেন " দ্বায়িত্বে অবহেলা করার জন্যই এমন হচ্ছে"।