শ্রীআশিক কুমার দাসকে সভাপতি ও শ্রীদূর্জয় হালদারকে সাধারণ সম্পাদক করে সনাতন বিদ্যার্থী সংসদ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। 


সনাতন বিদ্যার্থী সংসদ কেন্দ্রীয় সভাপতি শ্রীকুশল বরণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রীসুমন কুমার দাসের অনুমোদনে ৩৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদ ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। 


কার্যনির্বাহী কমিটির পাশাপাশি উক্ত কলেজের শিক্ষক ও সাবেক বিদ্যার্থীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।


নবগঠিত কমিটির সভাপতি শ্রীআশিক কুমার দাস বলেন উপদেষ্টামন্ডলীর আশীর্বাদ, পরামর্শ ও সহযোগীতা পেলে সংগঠনকে দ্রুত এগিয়ে নিতে পারবে।


উল্লেখ্য ৩১শে নভেম্বর ২০১৮ সালে সনাতন বিদ্যার্থী সংসদ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে স্থাপিত হয়। করোনাকালীন সময়ে ভারপ্রাপ্ত কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা হয়ে আসলেও এবার দীর্ঘ সময় পর কমিটি গঠন হল। এসো ঋত-ঋদ্ধির পথে স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠনের নবগঠিত সকলকে বৈদিক শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শাখা।