মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ২০ স্কুল ছাত্রী বাইসাইকেল পেয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ওই ইউপির চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ের উদ্যোগে হোগলাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই সাইকেল বিতরণ করা হয়।
মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বিপদভঞ্জন পাড়ে বলেন, চলতি বছরের এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ইউনিয়ের হোগলাডাঙা মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁচকাঠিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচকাঠিয়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঁচজন করে ২০ জন মেধাবী ও দরিদ্র ছাত্রীর মাঝে এই সাইকেল বিতরণ করা হয়েছে।
এরআগেও একই প্রকল্পের আওতায় ৫০ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে।