যশোর সদর উপজেলার বেজপাড়া এলাকায় 'পঞ্চবটী শাঁখা ও ধর্মীয় বিপণি' নামে একটি হিন্দু ধর্মীয় পূজার সামগ্রী বিক্রয়ের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে দোকানের তালা ভেঙে দোকানে থাকা বিভিন্ন পূজার সামগ্রী ও নগদ টাকা চুরি করে চোরচক্র।
এব্যাপারে দোকান মালিক রতন রক্ষিতের সাথে কথা বলে জানা যায়, গতকাল ২৭ জানুয়ারি তিনি রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যান। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ৭টা ৩০মিনিটে তিনি দোকানে এসে দেখেন তার দোকানের সার্টার ও তালা কাটা অবস্থায় আছে। দোকানের ভেতরে ঢুকে দেখে দোকানের মালামাল লন্ডভন্ড করা।
পরবর্তীতে দেখা যায় দোকান থেকে ৬০ কেজি বিভিন্ন পিতলে মূর্তি, শাঁখা, পূজার সরঞ্জাম ও নগদ টাকা চুরি হয়েছে। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা।
এব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।