শালিখা প্রতিনিধিঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যে নতুন 


মাগুরার শালিখাতে সারা বাংলা 88 ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ।

ফেব্রুয়ারী সকাল ১০ টায় শালিখা উপজেলার সামনে ১০০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।ও অসহায় পরিবার শীত বস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘সারা বাংলা 88 ফাউন্ডেশন এর কডিনটার মুন্সি মামুনুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, মুন্সিঃ হাজী শরিফুল , মুন্সির সেলিম, মুন্সি মফিজুর রহমান, সঞ্জিত কুমার, শাহিনুর রহমান, নান্টু লস্কর, সাংবাদিক বৃন্দ।

 

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ