শালিকা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা প্রশাসন আয়োজিত ৮ দলিও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার বিকাল ৪টায় আড়পাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায়
শালিখা উপজেলা প্রশাসন একাদশকে ৪ - ২ গোলে
পরাজিত করে শিরোপা জিতে
নিয়েছেন আড়পাড়া বাজার বণিক সমিতি একাদশ।নির্ধারিত
সময়ে ১-১ গোলে
খেলা শেষ হয়।পরে ট্রাইব্রেকারে
৪ - ২ আড়পাড়া বাজার
বণিক সমিতি একাদশ শিরোপা জিতেনেই।
শালিখা
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ
অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ কাদের , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) , জনাব মোঃ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব )। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী, আরো উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির আহবায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন সদস্য সচিব এবং শালিখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান চকলেট সহ বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
ক্রীড়ামোদী
গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ জনাকৃর্ণ দর্শকের
উপস্থিতিতে খেলা শেষ হয়।
এ খেলা সমপ্ত করে
রবিবার নতুন কর্মস্থল বাগেরহাট
জেলার মোল্লারহাট উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
সুবির
কুমার
শালিখা প্রতিনিধি
(মাগুরা), বাংলাদেশ দর্পণ