গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করে পানপট্টি ইউনিয়ন আওয়ামিলীগ।

আজ ১৬ ডিসেম্বর (বুধবার) সকালে আওয়ামিলীগের সকল অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ, মৎস্যলীগ সম্মলিতভাবে মিলিত হয়ে পানপট্টি ইউনিয়ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে। এবং সকল শহীদের স্মরন করে  ১ মিনিট নীরবতা পালন করেন। পরে  সকাল ১০ ঘটিকার সময়  পানপট্টি ইউনিয়নের (সেন্টার) বাজারে রেলি করে।

সকাল ১১ ঘটিকার সময় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও আওয়ামিলীগের  ঐক্য বৃদ্ধি করতে পানপট্টি পানপট্টি আওয়ামিলীগের  অফিস আলোচনা সভা  করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পানপট্টি আওয়ামিলীগের সভাপতি,  কুদ্দুস মেলকার,  পানপট্টি আওয়ামিলীগের সাধারন সম্পাদক, জাহাঙ্গীর মিয়া। আরো উপস্থিত ছিলো, পানপট্টি ইউপি চেয়ারম্যান,  আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলো, ৭১ বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়া। উপস্থিত ছিলো কৃষক লীগের সভাপতি আনসার মিয়া, যুবলীগের শামিম রেজা, মাসুদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলো, ছাত্রলীগের সভাপতি, পদপ্রার্থী  তাইজুল ইসলাম রাতুল, নিক্সন হোসেন, ইয়াহিয়া,  সাধারন সম্পাদক পদপ্রার্থী, জিসান মাহামুদ রাব্বি সহ আওয়ামিলীগের  অঙ্গসংগঠনের সকল কর্মীবৃন্দরা।