যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর দ্বিবার্ষিক নির্বাচনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীরা ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাকিরুল কবীর রিটন; সহসভাপতি পদে প্রদীপ ঘোষ; সাধারণ সম্পাদক পদে এইচআর তুহিন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে তবিবর রহমান, ইমরান হাসান টুটুল; কোষাধ্যক্ষ পদে মিরাজুল কবীর টিটো, স্বপ্না দেবনাথ এবং সদস্য পদে রিপন হোসেন, বিল্লাল হোসেন ও ডিএইচ দিলশান।
আগামী ১১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।