বাংলাদেশে না থেকেও প্রবাসী হিন্দুদের এ দেশের হিন্দুদের উপর নির্যাতন দেখে হৃদয় ব্যথিত হয়। তাই দেশের সাম্প্রদায়িক উস্কানী, ধর্ষণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের বিচার চেয়ে মানব বন্ধন করেছে হিন্দু কোয়ালিশন ও প্রবাসী হিন্দুরা।
দেশে হিন্দু নির্যাতন যেন দিন দিন বেড়েই চলেছে। আজ ধর্ষন তো, কাল কারো বাড়ি দখল। আবার ফেসবুকে উস্কানী দিয়ে মিথ্যে মামলা দিয়ে অত্যাচার করে বিধবংস করে দেওয়া হচ্ছে অনেক নিরীহ হিন্দু পরিবার। বিভিন্ন এলাকায় হিন্দুদের জমি দখল করাও যেন অনেকের পেশা হয়ে গেছে। প্রতিনিয়তই দখল হচ্ছে কারো বাড়ি, দোকান, শ্মশানের জমি বা কারো পুকুর। বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হচ্ছে মন্দির। এসব কিছু দেখেও যেন মাঝে মাঝে প্রশাসন চুপ থাকে। অসম্প্রদায়িক দেশে আজ চলছে যেন সাম্প্রদায়িক হামলা।
দেশের বাইরে থেকেও বাংলাদেশের হিন্দুদের উপর এই নির্যাতন আজ ঘুম কেড়ে নিয়েছে প্রবাসী হিন্দুদের। প্রবাসীদের আত্মীয়-স্বজনদের নিয়েও তাঁরা যেন সব সময় ভয়ে থাকেন। তাই, প্রবাসী হিন্দুরাও আজ একত্রিত হয়ে বিচার চাইছে এই সব অন্যায়ের।