যশোর সদর উপজেলা উপ-নির্বাচনের মনোনয়ন জমা প্রদানের শেষ দিন ৩ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ থেকে দলীয় সমর্থন পাওয়া নুরজাহান ইসলাম নীরা ও বিএনপি সমর্থিত নুর উন নবী। এছাড়াও দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহিত কুমার নাথ। মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বাকি ৩ জন জমা দেননি।

সদর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানান ঘোষিত তফশিল অনুুুযায়ী এ নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।
নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ লাখ ৬২ হাজার ২৯৮ জন।
এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ২৬১ জন, নারী ভোটার ২ লাখ ৬২ হাজার ৩৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।