বিজয় স্তম্ভ ভারতের রাজস্থানের চিত্তৌরগড়ে অবস্থিত একটি মনোরম স্মৃতিসৌধ। রাজা কুম্ভ  ১৪৪২ থেকে ১৪৪৯ খ্রিস্টাব্দে এই স্তম্ভটি নির্মাণ করেন। 

মাহমুদ খিলজির বিরুদ্ধে রানা কুম্ভের জয়ের প্রশংসায় নির্মিত হয়েছিল এই সবতম্ভ। ১০ ফুট উঁচু এই টাওয়ারটি দুটি শিলা-লাল বেলেপাথর এবং মার্বেলের সমন্বয়ে তৈরি। এই দুর্গে নয়টি গল্প রয়েছে যার প্রতিটি গল্পের নিজস্ব স্বতন্ত্রতায় রয়েছে।

এই স্তম্ভটি না দেখলে পর্যটকদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই টাওয়ারের সৌন্দর্য সবার নজর কাড়ে।