রাজধানীর দারুস সালাম এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন "আনসার আল ইসলাম" এর চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২।


গ্রেফতারকৃত জঙ্গিদের নাম অমিত হোসেন, আল আমিন, মনিকুজ্জামান ও শিহাব উদ্দিন।


আটকের সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণে উগ্রবাদী জিহাদি বই পুস্তক, ও লিফলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা এবং তাদের অন্য জঙ্গি সহযোগীরা প্রতি মাসের সুবিধাজনক সময়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পূর্ব নির্ধারিত গোপন স্থানে একত্রিত হয়ে তাদের সংগঠনের ভবিষ্যতে কর্মপন্থা, সদস্য সংখ্যা বৃদ্ধিকরন,ফান্ড সংগ্রহ এবং হামলা করার বিষয় নিয়ে আলোচনা করে থাকে।