শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ সুবির ঘোষ ।
মাগুরার শালিখার সিংড়া সপ্নছোয়া আইডিয়াল একাডেমীর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে ২য় প্রান্তিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্থ কুমার ঘোষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি বিহারীলাল শিকদার ডিগ্রী কলেজ সিংড়া, কুমুদ রঞ্জন বিশ্বাস, অধ্যক্ষ সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজ, বিপ্লব কুমার বিশ্বাস,প্রধান শিক্ষক, সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়, নাসিম রেজা মিল্টন, এজেন্ট ব্যাকিং অফিসার ব্র্যাক ব্যাংক,মাগুরা জেলা। মোঃ ছবেদ আলী বিশ্বাস রাজনীতিবিদ ও সমাজসেবক। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ হাসান পারভেজ মিল্টন।