ভরতের মধ্যপ্রদেশের সুবল নামের এক খনি শ্রমিক রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। গর্ত খুঁড়তে গিয়ে খুজে পেলেন তিনটি মূল্যবান হীরা। ঐ তিনটি হীরার দাম ভারতীয় টাকায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ রুপি। বুন্দেনলখণ্ড এলাকার পান্না জেলার এই খনি। এই খনিতে এর আগেও হীরা খুঁজে পাওয়া গেছে তবে, এবার ভাগ্য খুলেছে এক শ্রমিকের।

ঐ শ্রমিকটি প্রতিদিনের মতই কাজ করছিলেন খনিতে। সে সময় সে হঠাৎ করেই খুঁজে পান এই হীরা। হীরাগুলোর ওজন ৭.৫ ক্যারেট। এর আগেও এই খনিতে আরেক জন শ্রমিক হীরা খুঁজে পেয়েছিলেন, সেটির ওজন ছিল ১০.৬৯ ক্যারেট।

হীরা পাওয়ার পর শ্রমিকটি হীরাগুলো স্থানীয় ডায়মন্ড অফিসারের কাছে সেগুলো জমা দিয়েছেন। স্থানীয় ডায়মন্ড অফিসার হীরাটির ওজন জানিয়েছেন। তিনি আরো বলেন,  তিনটি হীরা বিক্রি করে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা পাওয়া যেতে পারে। তাতে যে টাকা মিলবে তার ১২ শতাংশ কর বাবদ কেটে নেওয়া হবে।