আগামী ২৬ জুলাই চালু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ফটিকছড়ি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। এতে করে উক্ত উপজেলার প্রায় ৬ লাখ মানুষের লালিত স্বপ্ন এই কোভিড হাসপাতাল বাস্তবায়িত হতে  চলেছে এমনটি জানিয়েছেন ইউএনও সাইদুল আরেফিন।


এই হাসপাতালটি চালুর উদ্যোগ নিলে সরকার থেকে অল্প কিছু সহায়তা পাওয়া যায়। তা স্বত্তেও ফটিকছড়িবাসীর  একান্ত আগ্রহ আর সহায়তার কারনে হাসপাতালটি নির্মান সম্ভব হয়েছে। গতকাল  ১২ জুলাই সর্বোচ্চ পরিমান অনুদান এসেছে বলে জানা যায়। এদিন প্রায় ৭ লাখ ৬ হাজার ৩৪৪ টাকা অনুদান যুক্ত হয়েছে। 

দাতাদের মধ্যে আছেন নারায়নহাট হাসনাবাদ গ্রেজুয়েট ফোরাম,বেড়াজালী আলো ক্লাব, রাংগামাটিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০১৩ ব্যাচ, মানব কল্যান ট্রাস্ট ভূজপুর,পানারখীল একতা সংঘ সহ আরো অনেক স্বনামধন্য সংঘটন ও সংস্থা। 

উল্লেখ্য যে গত সপ্তাহে ফটিকছড়ি কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ  সিসি ক্যামরা চালানোর সুবিধার্থে একটি টিভি হস্তান্তর করে। 

সাগর দে, নিজস্ব প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম