ফটিকছড়ি (চট্টগ্রাম): ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রী নিহত হয়েছে। তারা হাইদচকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

৯ ফেব্রুয়ারী (বুধবার), দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেলা গাজির টেক নামক স্থানে খাগড়াছড়ি-চট্রগ্রাম  মহাসড়কের ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ২ ছাত্রী নিহতের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে শতাধিক উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে মিছিল করে। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক ও ট্রাফিক পুলিশের গাড়ির উপর চড়াও হয়। এতে ঘন্টা তিনেক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফটিকছড়ি থানা ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামাল দেন এবং এই ঘটনার বিচারের আশ্বাস দেন।

প্রত্যক্ষদর্শীর মতে, পুলিশের অত্যাচার ও হয়রানি থেকে বাচঁতে ট্রাকটি পুলিশের হাতে আটক হওয়া থেকে রক্ষা পেতে গিয়েই ওই ছাত্রীদের চাপা দেয়। এতে দুই জনেই ঘটনাস্থলেই নির্মমভাবে নিহত হয়।

তাদের দাবী রাস্তায় পুলিশি হয়রানি কমানো ও  এর সুস্পষ্ট বিচার নিশ্চিত করা।


সাগর দে, উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ