ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারকে প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুয়েট অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাপককে চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দিয়েছেন জানিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

২০১৬ সালের ২২ জুন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে চার বছরের জন্য প্রতিষ্ঠানটির উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার। এই অধ্যাপকের মেয়াদ শেষ হওয়ায় ওই পদে অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারকে নিয়োগ দেওয়া হল।