ছুটে চলেছি


চলেছি আমি ছুটে চলেছি
ঠিকানা বিহীন এক গলি থেকে
অন্যগলি তপ্ত রাজপথ ধরে!
চলেছি চলেছি ছুটে।

হৃদয়ের শীতল রক্ত
হয়েছে আজ জ্বলন্ত অগ্নিপিন্ড।

সেই জ্বলন্ত অগ্নীপিন্ড বুকে নিয়ে
           আমি ছুটে চলেছি !
চলার পথে কেউ দিয়েছিলে তালি
কেউবা মনে মনে দিয়েছিলে গালি।

জানি শিগগিরি ঘটবে
      নিঃশব্দ বিস্ফোরণ খানি!

এও জানি সেই বিস্ফোরণের পর
      হবো ইতিহাস আমি।

    তবে অনুরোধ একটাই
      মনে রেখো তোমরা

      না বুঝে যে মালা 
     দিয়ে ছিলে গলে
     এবার বুঝে পরিও
        সে মালা গলে।

      মনে রেখো এই
   দগ্ধ অগ্নি মানব কে।

                     কবি: শুভ্রাংশু ভাদুড়ী