নিরপেক্ষ নাকি আত্মপক্ষ

তোমার ভ্রাতৃত্বের আঁচ আমার বাড়ি পোড়ায়;
সাঁকোর ওপার থেকে ভেসে আসা সাম্যের গান 
আমার পুড়ে যাওয়া বাড়ি গড়ে দেয় না।
তুমি কবিতা লেখো তোমার প্রয়োজনে-
অর্থের বাজারে বেচতে বসা সাজানো লাইন
কোনো ম্যাজিক সমীকরণ গড়ে দেয় না।

তোমার কলম কে জিজ্ঞাসা করে দেখো তো- 
সম্পৰ্ক ভাঙার কৌশলী ছক আঁটকে 
মৃত্যুসংবাদ বন্ধ করতে পারে কিনা!
আমি ধর্মনিরপেক্ষতার আঁচড়ে ক্ষত-বিক্ষত; 
তুমি বাস্তবের কাছে এসে দেখো তো
সব পক্ষকে সমান ভাবে লিখতে পারো কিনা!

আমি তো অপেক্ষায় থাকি তোমার লেখার 
হাততালির আওয়াজ প্রতিটা কোণে;
কিন্তু আসল পড়াটা যে বাকি থেকে যায় 
তোমার আস্তিনে আজ অনেক অধিকার লুকিয়ে।

মন্দিরের ঘণ্টা আর মসজিদের আজান 
দুটোরই দায় কিন্তু তোমার উপর বর্তায়।

কবি: পার্থ সারথি, কলকাতা