অনন্ত দূরত্ব ঘুচুক 

 

দীপঙ্কর শুভ 

 

দূরত্ব ঘুচুক 

চল আমরা 

আরও দূরে

সরে 

যাই,

যেখানে গেলে

আর দূরত্ব

মাপতে

নাই।