আজ (২০ মে) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে সুপার সাইক্লোন আম্ফান। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে যশোরে।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গতকাল দুপুর থেকে বৈরী আবহাওয়া সহ গুড়ি গুড়ি বর্ষন অব্যাহত ছিল। যা আজ সকাল হতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিতে পরিনত হয়। দেশের অন্যান্য এলাকাতেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। তবে উপকূলীয় জেলাগুলো বেশি ঝুঁকিপূর্ন থাকায় ওসব এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম