যশোর : যশোর সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি থাকা ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৩০শে মার্চ সোমবার ভোরে শিশুটার মৃত্যু হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও সিভিল সার্জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল ২৯শে মার্চ রবিবার বিকাল ৫টায় জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে শিশুটি যশোর সদর হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ওয়ার্ডে আইসলোশনে প্রেরণ করেন। এদিকে শিশুটির মৃত্যুর পর তার সাথে থাকা স্বজনেরা পালিয়েছে। রোগীর ভর্তির সময় শুধু এনায়েতপুর ঠিকানা দিয়ে রোগীকে ভর্তি করা হয়। সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন বলেন মৃত রোগীর লক্ষণ নিয়ে আইইডিসিআরের ফোন কথা হয়েছে। তারা লক্ষণ শুনে বলেছেন করোনার সব উপসর্গ তার মধ্যে নেই।

সুতারাং ঢাকায় নমুনা পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন রোগীর স্বজনদের খোঁজ করতে লাস হস্তান্তর করা হবে। তবে স্বজনদের না পাওয়া গেলে সরকারি ব্যাবস্থায় লাশের শেষকৃত্য করা হবে।

বিশ্বজিৎ,  নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ