যশোর (প্রতিনিধি) : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন আজ ৫ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহামুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বশিনুর নাহার বিজয় লাভ করেছেন।
চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদারের প্রাপ্ত ভোট সংখ্যা ৫৭৯১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫৬২৭ ভোট। এছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসেন বিপুল ৩৬৬১১, শফিকুল ইসলাম জুয়েল ১৪১৫৯, মোস্তাফা ফরিদ আহমেদ ১২৫৪৬, মোহিত নাথ ৯৯০৪, শাহারুল ইসলাম ৮৫০৪ ও আরিফুল ইসলাম ৬২২৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী সুলতান মাহমুদ বিপুল ভোট পেয়েছেন ৮৩১২৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল খান ৪৫১০৪ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে জাহিদুর রহমান ৩৭৬৫৭, শাহজাহান কবির শিপলু ২৪৫২৩ ও মনিরুজ্জামান ৯৯২৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী বশিনুর নাহারের প্রাপ্ত ভোট সংখ্যা ১১৩৩৪৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না আরা মিলি পেয়েছেন ৫৫০১৬ ও অপর প্রার্থী শিল্পী খাতুন ৩২০৯৪ ভোট।
উপজেলায় এবার মোট ২১৯টি ভোটকেন্দ্রে ১ হাজার ৭৫৬ কক্ষে ভোটগ্রহণ হবে। এতে দায়িত্ব পালন করবেন ২১৯ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩ হাজার ৫১২ জন পোলিং অফিসার।
যশোর সদর উপজেলায় মোট ভোটার ৬ লাখ ৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৪ হাজার ৭৩০, নারী ৩ লাখ ৩ হাজার ৫২ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
বিশ্বজিৎ, যশোর প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ