নেপালের বিপক্ষে মঙ্গলবার নেদারল্যান্ডসের জয় উইকেটে।

মাক্স 'ডাওডের দায়িত্বশীল ইনিংসে ডাচরা জিতে যায় বল হাতে রেখে। ৪৮ বলে ৪টি চার একটি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।

২০ রানে শিকার ধরা বাঁহাতি স্পিনার প্রিঙ্গল জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ২০১৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নেপাল। টস করতে নেমে দারুণ এক কীর্তি গড়েন তাদের অধিনায়ক রোহিত পাউড়েল। বিশ ওভারের বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনি (২১ বছর ২৭৬ দিন)

অধিনায়ক রোহিত ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি সেভাবে। ৩৭ বলে চারে ৩৫ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। আর কেউ ১৫ রান পর্যন্তও যেতে পারেননি। তাদের ইনিংস থামে বল বাকি থাকতে।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে মাইকেল লেভিটকে হারায় নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটিতে দলকে এগিয়ে নেন 'ডাওড ভিক্রাম সিং।

১৭ বলে দরকার যখন ১৮, এক প্রান্ত আগলে রাখা 'ডাওডকে ফেরানোর সুযোগ পায় নেপাল, কিন্তু ক্যাচ ফেলেন অধিনায়ক রোহিত। জীবন পেয়ে ডে লেডেকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 'ডাওড।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ১৯. ওভারে ১০৬ (ভুর্তেল , আসিফ , আনিল ১১, রোহিত ৩৫, মাল্লা , দিপেন্দ্র , সোম্পাল , ঝা ১৪, কারান ১৭, ধাকাল *, আবিনাশ ; কিংমা --২৩-, প্রিঙ্গল --২০-, ফন বিক .--১৮-, ফন মেকেরেন --১৯-, ডে লেডে --২২-)

নেদারল্যান্ডস: ১৮. ওভারে ১০৯/ (লেভিট , 'ডাওড ৫৪*, ভিক্রাম ২২, এঙ্গেলব্রেশট ১৪, এডওয়ার্ডস , ডে লেডে ১১*; কারান --১৭-, সোম্পাল --১৮-, ঝা --১৭-, দিপেন্দ্র ---, আবিনাশ .--২৯-, ধাকাল --২১-)

ফল: নেদারল্যান্ডস উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচটিম প্রিঙ্গল

স্পোর্টস ডেস্ক ,বাংলাদেশ দর্পণ