নাটোরের সিংড়ায় সরকারি পুকুর সংস্কারের সময় প্রায় ৮০ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। রবিবার ( ২৯ মে ) বিকেলে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামে ঘুষি পুকুর নামরে একটি পুকুর সংস্কারের সময় মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে গত ২৬ মে একই পুকুর থেকে ৬০ কেজি ওজনের আরেকটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করে পুলিশ। এছাড়াও গত ১৭ মে একই গ্রামের জয়রামসাগর পুকুর সংস্কারের সময় ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের অপরটি মূর্তিও উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন জানান, বেলতা গ্রামের সরকারি ঘুষিপুকুর ও জয়রামসাগর পুকুর সংস্কারের সময় মূর্তিগুলো পাওয়া গেছে। পরে সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী এসব বিষ্ণুমূর্তি উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেছেন।


প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ