রংপুর:রংপুর মহানগরীর হারাগাছ পৌর এলাকায় কবর খুঁড়তে গিয়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তি পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হারাগাছ পৌরসভার সিট সারাই সাহেবপাড়া গ্রামে কবর খোদক আবুল কালাম আজাদের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ। 


রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক এসআই কমল মোহন্ত জানান, গতকাল সোমবার সকাল ৯টার দিকে সিট সারাই সাহেব পাড়া গ্রামে নিহত হাজেরা বেগমের মরদেহ দাফন করার জন্য ওই গ্রামে কবরস্থানে কবর খনন করা হয়। কবর খননের সময় সেখানে ১৮ ভরি ১১ আনা ওজনের পিতলের রাধাকৃষ্ণের যুগল মূর্তি পান।



সোনার মূর্তি ভেবে কবর খননকারী আবুল কালাম আজাদ বাড়ি নিয়ে যান। সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়ে। পরে ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবুল কালামের আজাদের বাড়ি থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি উদ্ধার করে। পুলিশ মূর্তিটি উদ্ধার করে জুয়েলারি দোকানে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন মূর্তিটি আসলে স্বর্ণের নয় পিতলের।


রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, উদ্ধার হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি আদালতের নির্দেশনার পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ