নেত্রকোণাঃ জেলার পৌরশহরে রেলওয়ে কলোনী এলাকায় পানিতে ডুবে সনজিতা রানী (১৪) নামে এক কিশোরী মারা গেছে। শনিবার সকাল ৯টার সময় জেলা সদরের পৌরশহরে সাতপাই কবরস্থানের পেছনে ও রেললাইন সংলগ্ন পুকুর থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে নিহতের পরিবার।

মৃত সনজিতা রানী রেলওয়ে কলোনীর বাসিন্দা সুধারঞ্জন সরকার ও নয়নলক্ষী রানী দম্পত্তির মেয়ে। তিনি (সনজিতা) মৃগী রোগী ছিলেন জানিয়েছে তার পরিবার।

স্থানীয়রা জানায়, সনজিতা সকাল ৮টার দিকে ঘর থেকে বের হন। সকাল ৯টার সময় মৃতের ছোট বোন তমা রানী কলোনীর সন্নিকটে পুকুরে বড় বোনকে ভাসতে দেখতে পেয়ে তার বাবা সুধারঞ্জনকে জানালে তিনি পুকুর থেকে মেয়ের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ দর্পণ