কিশোরগঞ্জ: সরস্বতী পূজার পুণ্যতিথি শ্রীপঞ্চমীতে কিশোরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'সনাতন যুবশক্তি পরিষদ'-এর উদ্যোগে যাত্রা শুরু করলো বৈদিক শিক্ষা কেন্দ্র 'বেদত্রয়ী'।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা শহরের নগুয়াস্থ শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ পাঠাগার দুর্গামন্দিরকে কেন্দ্র করে বৈদিক শিক্ষা কেন্দ্র 'বেদত্রয়ী'র উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যার্থীদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা, একটি খাতা ও একটি সংস্কৃত শিক্ষার বই তুলে দেয়া হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান মহিলা ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক শ্রীমতি চন্দ্রা সরকার।
এছাড়া অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা শ্রী মাধব রায়, সহ-সভাপতি শ্রী অজয় রায়, সাধারণ সম্পাদক শ্রী চয়ন কুমার চক্রবর্তী, শ্রী বকুল চক্রবর্তী, গীতা প্রশিক্ষক শ্রী বিজয় রায় সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সহ-সভাপতি শ্রী রাজ নারায়ণ রায়।
অতিথিবৃন্দ 'বেদত্রয়ী'র উত্তরোত্তর সমৃদ্ধি কামনাপূর্বক সনাতন যুবশক্তি পরিষদকে এমন মহতী উদ্যোগ অব্যহত রাখার আহ্বান জানান এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শ্রী পংকজ বর্মনের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'বেদত্রয়ী'র প্রতিষ্ঠাতা পরিচালক ও 'সনাতন যুবশক্তি পরিষদ', কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী অর্জুন কর্মকার।
কিশোরগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশদর্পন.কম