কৈবল্য ধাম বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ও শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদ সীতাকুণ্ড এর সমন্বিত উদ্যোগে গত ১লা ফেব্রুয়ারি ২০২২ ইংরেজি রোজ মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের জেলে পাড়ায় ২২ টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল- নগদ অর্থ, তৈজসপত্র, কম্বল, শাড়ী, লুঙ্গি, ধুতি, চাদর এবং সুয়েটার। এসময় উপস্থিত ছিলেন কৈবল‍্যধাম আশ্রমের পূজনীয় মোহন্ত মহারাজ শ্রী কালীপদ ভট্টাচার্য মহোদয়, কৈবল‍্যধাম ট্রাস্টি সদস্য, জন্মাষ্টমী এবং বাগীশিক এর কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুচরণ দাশ, প্রভাস বণিক, বিশ্বজিৎ পাল, অমর শীল, বিপ্লব নন্দী, অনজয় দত্ত, ডাঃ প্রণব নাথ, ডাক্তার সাগর দেবনাথ, সাগর দাশ, প্রদীপ দাশ, সনজিৎ ভট্টাচার্য, ডাঃ মিলন রায়, লালন দাশ, রামপদ দাশ, সাধন দাশ, টিটু নাথ, লিটন দাশ, বাবু পাল, অংকন দাশ, বাবুন চৌধুরী, শান্তু পালসহ প্রমুখ। 

উল্লেখ্য যে গত ২৮ জানুয়ারি আকষ্মিক ভাবে রাত ৩টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলে পরিবার গুলো সহায় সম্বল হারিয়ে ফেলেন। তাঁরা এই শীতের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। তাদের অনেকে অগ্নিকাণ্ডকে পরিকল্পিত মনে করে প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। এসময় বাগীশিক ও জন্মাষ্টমীর পক্ষ থেকে ভবিষ্যতে আরো সহায়তার আশ্বাস দেয় এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এসব অসহায় জেলে পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়।


প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ