নীলফামারী:রঞ্জন রায়ের উচ্চ শিক্ষার স্বপ্ন আর অধরা নয়। অর্থাভাবে যার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া ছিল অনিশ্চিত, তিনি এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। রঞ্জনের বিশ্ববিদ্যালয়ে পড়ার এ সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী  জীশান মীর্জা।  

বৃহস্পতিবার রঞ্জনের এই দুর্দশার কথা উঠে আসে গণমাধ্যমে। সেই খবর দেখে পুনাক সভানেত্রীর দৃষ্টি কাড়ে। মানবিক চেতনার ধারক মানব হিতৈষী জীশান মীর্জা তাৎক্ষণিক রঞ্জনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য রঞ্জনকে ২০ হাজার টাকা প্রদান করেন পুনাক সভানেত্রী।

জীশান মীর্জার পক্ষে নীলফামারী জেলা পুনাক সভানেত্রী তাসমিয়া জান্নাত আজ সকালে নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রঞ্জন ও তার পিতা-মাতার হাতে এ অর্থ তুলে দেন। 

রঞ্জনের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিরাজগঞ্জ গ্রামে। তার বাবা রমেশ চন্দ্র রায় পেশায় দিনমজুর। মা নমিতা রাণী রায় গৃহিণী। পুনাক সভানেত্রীর সহায়তায় এখন তার উচ্চ শিক্ষার পথ সুগম হলো। 

 

প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ