কলমাকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়াড়ি আটক


নেত্রকোনা:গত ২৪ ঘন্টায় কলমাকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই আশিকুর রহমান, এএসআই হরিপদ পাল সংগীয় ফোর্সসহ ৮জন জুয়াড়ীকে পাঁচগাও এলাকা হতে আটক করেন। আটককৃতরা  হলেন

১। মোঃ নূরুল ইসলাম (৩০) পিতা- মৃত খোরশদে ভূইয়া,২। মোঃ জনি মিয়া(২২) পিতা- মৃত আব্দুল হোসেন উভয় সাং- নয়াচতৈা,৩। মোঃ জয়নাল আবদেীন (৩২) পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- বড়কান্দা, ৪। মোঃ হোসেন আলী খাঁ (৫৫) মৃত শরাফত আলী খাঁ, সাং-চতৈা, র্সবথানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোনা।৫। মোঃ আব্দুল কালাম (২৪) পিতা- মোঃ তাজুল ইসলাম, ৬। মোঃ সাইকুল ইসলাম (৩০) পিতা- মোঃ আব্দুল হামিদ, ৭। মোঃ আব্দুল মান্নান (২৬) পিতা- মৃত ছমির উদ্দিন ৮। মোঃ এরশাদ আলী (৩০) পিতা- মোঃ হাবিবুর রহমান, সর্ব সাং- কালাঘর, পোঃ সাতপাড়া, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ। পুলিশ জানায়,

জুয়াড়ীদেরকে ১৪/১২/২০২১তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি