নেত্রকোনা:দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার সফল বাস্তবায়নের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ।

শনিবার(২৩ অক্টোবর)সকাল ১১টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি এডভোকেট সীতাংশু বিকাশ আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, সভায় আরো উপস্থিত ছিলেন নির্মল কুমার দাস, রণজিৎ সাহা,সুব্রত সাহা মানিক,লিটন পন্ডিত, লিটন দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা, দেশব্যাপী হিন্দুদের উপর চলমান সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান। এছাড়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কে আরো কঠোর হাতে দমন করার দাবি জানানো হয়। 


নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ দর্পণ