নেত্রকোনা: শারদীয়া দুর্গাপূজার মহাসপ্তমীতে কোভিড সচেতনতায় দর্শনার্থী ও পূজারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে জেলা শহরের সাতপাই ঠাকুর বাড়ির পূজোর আয়োজন কারী শিশু কিশোরেরা।পূজার আনন্দ উপভোগের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার
ব্যাপারে দর্শনার্থীদের সচেতন করতেও দেখা যায় তাদের। ক্ষুদে শিক্ষার্থী সূর্য্য গোস্বামী জানায়," পূজা মন্ডপ আঙিনায় কেউ মাস্ক ছাড়া ঢুকলেই তাদের টিমের সদস্যরা দ্রুত মাস্ক পড়িয়ে দিচ্ছে,সেইসাথে হ্যান্ড স্যানিটাইজ করতে বলা হচ্ছে।

জেলা সদরসহ ১০ উপজেলায় এ বছর মোট 
৫১৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে এ বছর জেলা শহরে অতিরিক্ত আলোকসজ্জা ও তোরন কোথাও চোখে পড়েনি। করোনা ভীতির কারনে কোথাও কোথাও ফুল বেলপাতা ছাড়াই পুষ্পাঞ্জলি দিচ্ছেন ভক্তরা।এছাড়া পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।


নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি