মাগুরা: মাগুরা-যশোর সড়কের আড়পাড়া-সীমাখালীর মাঝামাঝি কেষ্টপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-বাসের হেলপার মামুন হোসেন (৩০), নাজমা খাতুন (৩০) ও সহিরুন বেগম (৪৫)। মামুনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামে। নাজমা খাতুন শালিখার অনসার সর্দারের মেয়ে। আর সহিনুর বেগম শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিশারুল ইসলাম জানান, যশোর থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস দুপুর আড়াইটার দিকে কেষ্টপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশসহ মাগুরা, শালিখা ও যশোরের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এসময় চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সুমন বিশ্বাস, মাগুরা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ